26102

04/29/2025 ৩ দিনের অভিযানে সারাদেশে আটক সাড়ে ৪ হাজারেও বেশি

৩ দিনের অভিযানে সারাদেশে আটক সাড়ে ৪ হাজারেও বেশি

রাজটাইমস ডেস্ক: 

১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৪

সাম্প্রতিক নানা ঘটনার পরিপ্রেক্ষিতে গত শনিবার রাত থেকে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও নিয়মিত যৌথ অভিযানে আটক হয়েছে ৪ হাজার ৬০৪ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আটক হয়েছে ১ হাজার ৭৭৫ জন। আটককৃতদের মধ্যে ডেভিল হান্টে আটক হয়েছে ৬০৭ জন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় দুটি পিস্তল, একটি করে এলজি, ওয়ান শুটারগান ও পাইপগান, গুলি, কার্তুজসহ দেশী ধারালো অস্ত্র ছুরি-চাপাতিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দফতরের তথ্যমতে, প্রথম দিনের অভিযানে ১৩০৮ জন, দ্বিতীয় দিনে ১৫২১ জনকে আটক করা হয়।

এর আগে গত শনিবার সন্ধ্যা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র : বিবিসি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]