04/29/2025 ২০২১ সালের বিশ্বকাপ বাতিল করল ফিফা
রাজটাইমস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২০ ১৭:৫৬
বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দুটি বিশ্বকাপ ইভেন্ট বাতিল করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
২০২১ সালের দুটি বিশ্বকাপ বাতিলের ঘোষণা দিয়েছে সংস্থাটি।
গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, করোনার প্রকোপ না থামলে ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ টুর্নামেন্ট দুটি ২০২৩ সালের আগে আয়োজন করা অসম্ভব। ‘কোভিড-১৯ মহামারীর কারণে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এখনও চলছে। বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগে এমন বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করা যাচ্ছে না। যে কারণে ২০২১ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দুটি বাতিল করা হলো। ’
তবে বাতিলকৃত দুই টুর্নামেন্ট ২০২৩ সালে নির্ধারিত ভেন্যুতেই সফলভাবে আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে ফিফা।
প্রসঙ্গত, মহামারী প্রকোপে ২০২০ সালের ইউরো কাপ ও কোপা আমেরিকা স্থগিত হয়েছে। আগামী বছরের জুনের আগে মাঠে গড়াচ্ছে না টুর্নামেন্টটি। এছাড়া আফ্রিকান ন্যাশনস কাপ ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত হয়েছে এই করোনার কারণে।