26165

04/29/2025 রাবিতে খেলা নিয়ে সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০

রাবিতে খেলা নিয়ে সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০

রাবি প্রতিনিধি:

১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষকসহ প্রায় ২০জন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে রাবি মেডিকেলে নেওয়া হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) পাঠানো হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে গণিত বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের খেলা শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে ক্যাম্পাসের থমথমে পরিবেশ বিরাজ করছে।

আহত শিক্ষক হলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন।অন্যদিকে গুরুতর আহতরা হলেন, গণিত বিভাগের ২১-২২ সেশনের মানিক বাবু, সাইদ সিয়াম ও মনির আহমেদ এবং ১৯-২০ সেশনের শহিদ আক্তার, ২০২০-২১ সেশনের আলি আহসান। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে গণিত বিভাগের ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আহত হয়েছে কিনা এ খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়ামের গ্যালারির দুই পাশে বসে খেলা দেখছিল। তখন তাদের মধ্যে স্লেজিং এর ঘটনা ঘটে। খেলা শেষে যখন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ পরাজিত হয় তখন তারা গণিত বিভাগের উপর চরাও হয়। এক পর্যায়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে গণিত বিভাগের শিক্ষার্থীদের উপর। তখন সেখানে পাঁচজন শিক্ষার্থী আহয় হয়।

পরবর্তীতে গণিত বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়ামের মাঠের মধ্যে অবস্থান নিলে ম্যানেজম্যান্ট বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়ামের উওর পাশের গেট ভেগে মাঠের ভিতরে প্রবেশ করে। আরেক দফায় সংঘর্ষ বাঁধে। তখন শিক্ষকসহ প্রায় পনেরজন আহত হয়।

এবিষয়ে জানতে চাইলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক শেখ শামসুল আরেফিন বলেন, ঘটনাস্থলে আমি ছিলাম না। পরবর্তীতে শিক্ষার্থীদের কাছে জানতে পেরেছি। গণিত বিভাগের শিক্ষার্থীরা আমাদের বিভাগের শিক্ষার্থীদের গালাগালি করছিল। পরবর্তীতে ওই বিভাগের শিক্ষকরা গালাগালি করে। যার ফলে আমার বিভাগের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যায়। এখন আমি শিক্ষার্থীদের সাথেই আছি।

ঘটনার বিষয় জানতে চাইলে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক আসাবুল হক বলেন, শুরু থেকেই আমি খেলার মাঠে ছিলাম। আমাদের শিক্ষার্থীরা খুব শান্তভাবেই খেলা উপভোগ করতেছিল। একপর্যায়ে খেলা শেষ হলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীদের ওপর ইটপাটকে নিক্ষেপ করে। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছে তাদেরকে রামেকে পাঠানো হয়েছে।

এবিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিকেল সাড়ে চারটার দিকে আমার কাছে ফোন আসে তখন জানতে পারি যে গণিত বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মধ্যে কিছুটা ঝামেলা তৈরি হয়েছে। এসে দেখতে পাই দুই বিভাগের শিক্ষার্থীরা মাঠে মুখোমুখি অবস্থান নিয়েছে। তখন গ্যালারিতে থাকা শিক্ষার্থীরাও মাঠে ঢুকে পরে।

যদিও এই খেলাতে দুই বিভাগের শিক্ষকদের থাকার কথা ছিল। কিন্তু এক বিভাগের শিক্ষকরা কম ছিল। যার জন্য তাদেরকে থামানো যাচ্ছিল না। পরবর্তীতে শিক্ষকদের ডেকে এনে পরিস্থিতি শান্ত করা হয়েছে। দুই বিভাগের শিক্ষার্থীদের দুই পাশের গেট দিয়ে বের করে দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]