26264

04/28/2025 ঢাকায় অনুষ্ঠিত হলো ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ২০ তম আন্তর্জাতিক সন্মেলন

ঢাকায় অনুষ্ঠিত হলো ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ২০ তম আন্তর্জাতিক সন্মেলন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫০

প্রতিবছরের ন্যায় এবারো ইতিহাস একাডেমির আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হলো ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ২০ তম আন্তর্জাতিক সন্মেলন ও ত্রি–বার্ষিক সাধারণ সভা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকাস্থ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি অডিটোরিয়ামে দেশ–বিদেশ থেকে আগত গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই সন্মেলন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বিশেষ অতিথি ছিলেন ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পিএলসি'র চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক ড.সামিনা সুলতানা। সন্মলনে মূল প্রাবন্ধিক হিসাবে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, ডিন ও এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ড. নাজমা খান মজলিস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক প্রধান ড.এ কে এম শাহনেওয়াজ, সবেক তারকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন–উদ–দৌলা প্রমুখ।

দিনব্যাপী এই সন্মেলনে আগত গবেষকদের মধ্য থেকে প্রায় ৮০ জন গবেষক তাদের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন। ১৫টি সেশনে বিভক্ত এই সন্মেলন শেষে ইতিহাসবিদ আব্দুল করিম স্মৃতি পুরস্কার (মধ্যযুগ), ইতিহাসবিদ মোহসীন স্মৃতি পুরস্কার (উপনিবেশিকযুগ)' ইতিহাসবিদ এ এফ সাল্লাহউদ্দীন আহমদ স্মৃতি পুরস্কার (বাংলাদেশের মুক্তিযুদ্ধ) এবং লোকবিদ আশরাফ সিদ্দিকী স্মৃতি পুরস্কার (সংস্কৃতি) প্রদান করা হয়। ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ২০ তম আন্তর্জাতিক সন্মেলনে সভাপতিত্ব করেন প্রফেসর ড. শরিফ উদ্দীন আহমদ (সভাপতি ইতিহাস একাডেমি, ঢাকা) সন্মেলন শেষে ইতিহাস একাডেমির কার্যনির্বাহী কমিটির সমন্বয়ে একাডেমির সভাপতি অধ্যাপক ড. শরিফ উদ্দীন আহমদ এর সভাপতিত্বে ত্রি–বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য ইতিহাস একাডেমি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য গবেষকদের নিয়ে গঠিত একটি সংগঠন। ২০০১ সালে অনানুষ্ঠানিকভাবে সংঠগনটির যাত্রা শুরু করে এবং ২০০৫ সালে এটি বাংলাদেশর সরকারের অনুমোদিত তালিকায় নিবন্ধিত হয়। বর্তমান বাংলাদেশের ৭৪৯ জন এবং ৫৩৯ জন বিদেশি সদস্য নিয়ে ঢাকার মিরপুরে অবস্থিত সদর দপ্তর থেকে কার্যক্রম পরিচালনা করছে অত্র প্রতিষ্ঠান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]