04/29/2025 শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
রাজ টাইমস ডেস্ক
৬ মার্চ ২০২৫ ১৭:১১
কুষ্টিয়ার কুমারখালীতে শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও আবরারের নামে জামে মসজিদ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, শহিদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।