26440

04/29/2025 পুলিশের হুঁশিয়ারি উপেক্ষা করে হিযবুত তাহরীরের মিছিল

পুলিশের হুঁশিয়ারি উপেক্ষা করে হিযবুত তাহরীরের মিছিল

রাজ টাইমস ডেস্ক

৭ মার্চ ২০২৫ ১৪:২২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের হুঁশিয়ারিকে উপেক্ষা করে রাজধানীতে মিছিল করছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিলটি পল্টন মোড়ের দিকে আগালেও এখন পর্যন্ত পুলিশের বাধার মুখে পড়েনি। তবে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

‘মুক্তির এক পথ, খিলাফত, খিলাফত’ স্লোগান দিচ্ছেন হিযবুত তাহরীরের নেতাকর্মীরা।

অপ্রীতিকর ঘটনা রোধে বিপুল সংখ্যক পুলিশ ছাড়াও র‌্যাব ও সেনাবাহিনীর সদস্য বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে।

দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠন হিযবুত তাহরীর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।

শুক্রবার সংগঠনটি রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘মার্চ ফর খিলাফত’–এর ডাক দেয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে; বিভিন্ন জায়গায় লিফলেটও বিলি করছে।

দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠন হওয়ায় হিযবুত তাহরীর কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে।

হিযবুত তাহরীরের পূর্বঘোষিত কর্মসূচি থাকায় পল্টন মোড় থেকে বায়তুল মোকাররমের চতুর্দিকের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ ছাড়াও কয়েকটি জায়গায় সেনাবাহিনীর সদস্যদেরকেও অবস্থান দিতে দেখা যায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]