26447

04/29/2025 সতেরো শতাধিক ইবি শিক্ষার্থীর মাঝে শিবিরের ইফতার বিতরণ

সতেরো শতাধিক ইবি শিক্ষার্থীর মাঝে শিবিরের ইফতার বিতরণ

ইবি প্রতিনিধি:

৭ মার্চ ২০২৫ ২২:০৯

শিক্ষার্থীদের নিয়ে গণ ইফতারের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে ছেলেদের ও উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের সামনে মেয়েদের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনটি। এতে সতেরো শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, প্রতিটি ছাত্রসংগঠন যদি এভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে তাহলে ক্যাম্পাসে সুষ্ঠ রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে। এতে শিক্ষার্থীরাও উপকৃত হবে। সামনেও শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডে শিবির থাকুক সেই প্রত্যাশা করছি।

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা চাই এই কর্মসূচি গুলোর মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের কাছে আসুক, আমাদেরকে জানুক। আমাদেরকে পরামর্শ এবং কোন ভুল শুধরে দিলে তা সাদরে গ্রহণ করবো।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]