04/29/2025 পশ্চিমতীর থেকে ১০ ভারতীয়কে উদ্ধারের দাবি ইসরায়েলের
রাজটাইমস ডেস্ক
৮ মার্চ ২০২৫ ১২:৫৭
ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে ফিলিস্তিনের পশ্চিমতীরে অভিযান চালিয়ে অল-জায়েম গ্রাম থেকে ১০ জন ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে।
উদ্ধার করা ভারতীয় শ্রমিকদের আপাতত নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। ভারতের এসব শ্রমিক ইসরায়েলে কাজ করতে এসে ফিলিস্তিনে বন্দি হয়। খবর আনন্দবাজার পত্রিকার।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অবিশ্বাস্য হামলার পর থেকে ইসরায়েলের মাটিতে ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।
ফলে ইসরায়েলে কাজ করতে আসা হাজার হাজার ফিলিস্তিনি শ্রমিক দেশে ফিরে গেছেন। সেই অভাব পূরণ করতে গত দু’বছর ধরে বহু ভারতীয় শ্রমিক ইসরায়েলে পাড়ি দিয়েছে।
শুধুমাত্র গত বছরেই ইহুদিবাদী দেশটিতে গেছে ১৬ হাজার ভারতীয় শ্রমিক। তাদের কয়েক জনকে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে পশ্চিমতীরের একটি গ্রামে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
সেখানে ফিলিস্তিনিরা তাদের মাস খানেক ধরে একটি বাড়িতে আটকে রেখেছিল বলে দাবি ইসরায়েলের। এ সময় তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। সেই পাসপোর্ট জাল করে সম্প্রতি ইসরায়েলে ঢোকার চেষ্টা করছিল ফিলিস্তিনিরা।
সীমান্তে সন্দেহ হওয়ায় তদন্তে নামে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী। রাতভর অভিযান চালিয়ে ১০ ভারতীয় শ্রমিককে উদ্ধার করে তারা। উদ্ধার হওয়া ভারতীয় শ্রমিকদের আপাতত নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে।
যে সংস্থার হয়ে তারা কাজ করতে ইসরায়েলে এসেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
রমজান মাসেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার নাবলুস শহরে শতাব্দী প্রাচীন অল-নাসার মসজিদে তারা আগুন ধরিয়ে দেয়। দমকল বাহিনীকে সেই আগুন নেভাতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ইমামের বাসভবনসহ মসজিদের একাংশ। গত শনিবার প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত টানা ৭ দিন সীমান্ত বন্ধ করে রেখে ফিলিস্তিনে ত্রাণসামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল।