26486

04/29/2025 ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে ইবির ইংরেজি বিভাগের মানববন্ধন

ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে ইবির ইংরেজি বিভাগের মানববন্ধন

ইবি প্রতিনিধি:

১০ মার্চ ২০২৫ ২১:২৯

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে তারা ‘চুপ করে থাক, নয়তো ওরা মেরে ফেলবে’, ‘এমন এক দেশে বাস করি যেখানে ধর্ষকেরও বিচার হয় বাকীতে’, ‘যে বাংলা জন্ম দেয় নেতা থেকে ধর্ষক, সে বাংলায় কিভাবে জন্মায় নরপিশাচ ধর্ষক’, ‘ধর্ষক মুক্ত সমাজ চাই’, ‘ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করুন’, ‘আপনার সন্তানকে নারীদের সম্মান দিতে শেখান’, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করো, সভ্যতার পরিচয় দেও’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড প্রদর্শন করে।

এসময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ রাশিদুজ্জামান, অধ্যাপক ড. সাহাদাত হোসেন আজাদ, সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, প্রদীপ কুমার অধিকারী ও সহযোগী অধ্যাপক প্রকাশ চন্দ্র বিশ্বাসসহ বিভাগটির শতাধিক শিক্ষার্থীরা।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুমতাহীনা রিনি বলেন, বাংলাদেশে ধর্ষণ বিরোধী আইন আছে কিন্তু তার কোন প্রয়োগ নেই। আমরা বলতে পারি না কবে একটা ধর্ষণের বিচার হয়েছে। আমরা এপর্যন্ত একটা ধর্ষকেরও ফাসি দিতে দেখিনি। আমরা অতি দ্রুত ধর্ষণের বিচার দেখতে চায়। প্রতিটা ধর্ষকের বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ রাশিদুজ্জামান বলেন, আর কখনো এরকমের কোনো ঘটনার বিচার না হয়ে যেন পর্দার অন্তরালে চলে না যায়। আমরা এই ঘটনার দ্রুত এবং কার্যকর বিচার চাই। নারীরা যেন নির্ভয়ে রাস্তায় চলতে ভয় না পায়। আমরা নারীদের মানুষ হিসেবে যেন সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]