04/28/2025 শহীদরা আমাদের প্রেরণার উৎস- ড. কেরামত আলী
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৫ ১৯:১১
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী।
সভাপতির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, আমাদের শহীদেরা আমাদের সবচেয়ে মুল্যবান সম্পদ। জামায়াতে ইসলামী শহীদদের নিয়ে কোন রাজনীতি করে না বরং শহীদদের নিজেদের পরিবারের সদস্য মনে করে। এসময় তিনি শহীদ পরিবারের বেদনা তুলে ধরে বলেন, ‘যে মা-বাবা সন্তান হারিয়েছেন, যে বোন স্বামী হারিয়েছেন, যে সন্তান পিতা-মাতা হারিয়েছে এই বেদনা সহ্য করার নয়। এরপরেও সান্ত্বনা এইটুকু যে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সর্বোচ্চ মর্যাদার কথা বলেছেন। তারা আমাদের প্রেরণার উৎস হয়ে আছে। রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইন ও এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, আমিনুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া, কামরুজ্জামান সোহেল, হাফেজ মোহাম্মদ নুরুজ্জামানসহ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ।
ড. মাওলানা কেরামত আলী আরও বলেন, পবিত্র মাহে রমজান মাগফেরাত ও গুনাহ মাফের মাস। মূলত, সিয়াম মানুষের গুনাহ পুড়িয়ে ছাই করে দেয়। তাই আমাদের প্রত্যেককে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য রমযান মাসে যথাযথভাবে সিয়াম পালন করতে হবে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও এখানে নানা ধর্মের মানুষের বসবাস। ছাত্র-জনতার সফল আন্দোলনের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশকে ক্ষুধা, দরিদ্র ও বৈষম্যমুক্ত করে গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কার্যকর ভুমিকা পালন করতে হবে।