26691

05/01/2025 ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৬০০ ছাড়াল

ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৬০০ ছাড়াল

রাজ টাইমস ডেস্ক

২৯ মার্চ ২০২৫ ২২:০৪

শতাব্দীর মধ্যে ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ১৬০০ ছাড়িয়েছে। ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে নিহত হয়েছেন ১৬৪৪ জন। এতে আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন আর নিখোঁজ রয়েছেন ১৩৯ জন।

শনিবার (২৯ মার্স) দেশটির ক্ষমতাসীন জান্তা সরকারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

তবে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পে মিয়ানমারের মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

এর বাইরে যে পরিমাণ আর্থিক, পরিবেশগত এবং সার্বিক ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক মূল্যে তার পরিমাণ ছাড়াতে পারে ১ হাজার কোটি ডলার।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com