26799

04/29/2025 বঙ্গোপসাগরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপে

বঙ্গোপসাগরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপে

রাজ টাইমস ডেস্ক

৮ এপ্রিল ২০২৫ ০৯:১২

সারা দেশে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে ক্রমাগত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ৮ জেলায় তাপপ্রবাহ বইছে। ভারী বৃষ্টিপাত না হলে এ তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই।

এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপে পরিণত হলে দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে তাপমাত্রা কমে গরমও কমতে পারে।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সাগরে অবস্থানরত লঘুচাপ আগামী ২/৩ দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। তাপপ্রবাহ কিছু জেলা থেকে দূর হতে পারে।

এদিকে গতকাল সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ময়য়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ফেনীতে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]