04/29/2025 মুজিববর্ষ পালনে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ব্যয়
রাজ টাইমস ডেস্ক
৯ এপ্রিল ২০২৫ ১৮:০৭
রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন এবং শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহেনা এবং সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৯ এপ্রিল) দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সাত সদস্যের একটি কমিটি এই অনুসন্ধান করছে, গত জানুয়ারি মাসে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়।'
দুদকের অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমাদের অনুসন্ধান দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন।'