26820

04/28/2025 বগুড়ায় জামায়াত কর্মীকে হত্যা ‘পরিকল্পিত’: গোলাম পরওয়ার

বগুড়ায় জামায়াত কর্মীকে হত্যা ‘পরিকল্পিত’: গোলাম পরওয়ার

রাজ টাইমস ডেস্ক

৯ এপ্রিল ২০২৫ ২৩:২২

বগুড়া জেলার শেরপুর উপজেলায় জামায়াত কর্মী কাবিল উদ্দিনকে মুঠো ফোনে ডেকে নিয়ে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়েবসাইট ও ভেরিফায়েড টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপে এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতেতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের জামায়াত কর্মী কাবিল উদ্দিনকে দুর্বৃত্তরা মুঠো ফোনে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার নৃশংস ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত জামায়াত কর্মী কাবিল উদ্দিনের পরিবারের লোকেরা জানিয়েছেন যে, তাদের এলাকার দুর্বৃত্তদের অন্যায় ও অসৎ কাজে বাধা দেওয়ার কারণেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে নৃশংসভাবে হত্যা করেছে।

তিনি জামায়াত কর্মী কাবিল উদ্দিনের হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

জামায়াত সেক্রেটারি আরও বলেন, নিহত কাবিল উদ্দিনকে শহিদ হিসেবে কবুল করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমিন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]