26870

04/29/2025 ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশ মোতায়েন

রাজ টাইমস ডেস্ক

১৫ এপ্রিল ২০২৫ ১৫:৩০

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উভয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের জেরে এই সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। দুপুরের দিকে ঢাকা কলেজে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে আসেন। এ সময় সিটি কলেজের শিক্ষার্থীরাও এগিয়ে যান। দফায় দফায় চলে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া। উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। সংঘর্ষের সময় সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেন। উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু পুলিশের কথা অমান্য করে তারা বারবার সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ান। এই মুহূর্তে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান ঢাকা মেইলকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মেরেছিল বলে অভিযোগ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে গিয়েছিল। পরে পুলিশ খবর পেয়ে তাদের শান্ত করে। এখন উভয়পক্ষকে ক্যাম্পাসে ঢুকিয়ে দিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]