26879

04/29/2025 পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

রাজ টাইমস ডেস্ক

১৬ এপ্রিল ২০২৫ ১৪:০৭

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় প্রদর্শনের জন্য মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে চিত্রশুল্পীর মানিকগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, মানিকগঞ্জের গড়পাড়া ঘোষের বাজার এলাকায় দিবাগত রাতে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষে বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ধারনা করা হচ্ছে পহেলা বৈশাখে ঢাকায় চারুকলার আয়োজনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগ তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।

তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শেখ হাসিনার কোনো মুখাকৃতি তৈরি করেননি।

এই বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। শেখ হাসিনার মুখাকৃতি নয়।

তিনি আরও বলেন, আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ বলেন, এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই রহস্য উদঘাটন করা হবে। এ বিষয়ে আইগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায় অবস্থিত।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]