27064

04/29/2025 উত্তেজনার মধ্যে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি সই করল ভারত

উত্তেজনার মধ্যে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি সই করল ভারত

রাজ টাইমস ডেস্ক

২৮ এপ্রিল ২০২৫ ২০:৪৪

পাকিস্তানের সঙ্গে চললাম উত্তেজনার মধ্যে ফ্রান্সের সঙ্গে ৭.৪ বিলিয়ন ডলার মূল্যের ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি সই করেছে ভারত।

সোমবার (২৮ এপ্রিল) নয়াদিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে চুক্তি সইয়ের তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ভারত ফ্রান্সের ডাসল্ট এভিয়েশনের তৈরি ২২টি একক-আসনের এবং চারটি দ্বি-আসনের যোদ্ধা বিমান কিনবে। এই চুক্তির ফলে প্যারিসের সঙ্গে নয়াদিল্লির প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে।

ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, এই বিমানগুলোর সরবরাহ ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হবে এবং ক্রুদের ফ্রান্স ও ভারতে প্রশিক্ষণ দেওয়া হবে।

রয়টার্স জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে নিরাপত্তা মন্ত্রিসভা চলতি মাসের শুরুতে এই ক্রয়কের অনুমোদন দিয়েছিল।

ভারতীয় বিমান বাহিনী বর্তমানে ৩৬টি রাফাল যুদ্ধবিমান পরিচালনা করে। এছাড়া নৌবাহিনীর বিমান বহরে রয়েছে রাশিয়ান মিগ-২৯ জেট।

ভারত তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণ, রাশিয়ান-উত্পাদিত সরঞ্জামের ওপর নির্ভরতা কমাতে এবং পাকিস্তান ও চীনের সঙ্গে দুটি বিতর্কিত সীমান্তের বাহিনীকে শক্তিশালী করতে দেশীয় অস্ত্র উৎপাদন বাড়াতে চাইছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]