27075

04/30/2025 পবার দারুশা স্কুলের প্রধান শিক্ষকের ইন্তেকাল

পবার দারুশা স্কুলের প্রধান শিক্ষকের ইন্তেকাল

পবা প্রতিনিধি:

২৯ এপ্রিল ২০২৫ ১৫:০৬

রাজশাহীর পবা উপজেলার দারুশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক ও দারুশা পশ্চিমপাড়া নিবাসী মোঃ সোহরাব আলী মাস্টার (৫৯) আজ সকাল ৬টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) ।

গত ৬ ই মার্চ ব্রেন স্ট্রোক করলে- তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর ব্রেনের অপারেশন করা হলেও অবস্থার কোন পরিবর্তন হয়নি এবং সেই থেকে জ্ঞানও ফেরেনি। এতদিন তিনি অচেতন অবস্থায় নিথর হয়ে হাসপাতালে আইসিইউতে ছিলেন৷ অবশেষে ৫৩দিন অজ্ঞান থেকে আজ ভোর ৬.১৫টায় তিনি ইন্তেকাল করলেন।

মৃত্যুকালে মরহুম সোহরাব আলী মাস্টার- স্ত্রী, তিন পুত্রসন্তান ও এক পালিত কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেলেন। আজ বাদ জোহর বেলা (২.০০টায়) পশ্চিমপাড়া নিজ গ্রামের (পারিবারিক গোরস্থানে) জানাজা শেষে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।

বিশিষ্ট শিক্ষাবিদ জনাব সোহরাব আলি মাস্টার ১৯৯৬ সালে দারুশা বাজারের পাশে- নিজ জমিতে বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তাঁর প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ২০০৭ সালে এমপিও ভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৩জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কর্মরত রয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]