27082

04/30/2025 ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

রাজ টাইমস ডেস্ক

২৯ এপ্রিল ২০২৫ ১৭:১৩

কাশ্মির ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর আকাশসীমা লঙ্ঘন করায় ভারতীয় একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।

সূত্র জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের ভিম্বর জেলার মানাওয়ারে মনুষ্যবিহীন যানটি ভূপাতিত করা হয়। মূলত, ড্রোনটি ভারতীয় বাহিনীর গোয়েন্দা নজরদারির কাজে নিয়োজিত ছিল।

পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে মনুষ্যবিহীন ড্রোনটিকে ভূপাতিত করে।

এতে পাকিস্তানের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পরীক্ষার জন্য যানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের উত্তেজনা চরমে উঠেছে। এলওসি বরাবর বার বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে ও আকাশপথে নজরদারি বাড়িয়েছে দুই দেশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]