05/01/2025 রাজপাড়া থানা জামায়াতের দাওয়াতি অভিযান পালন
পবা প্রতিনিধি:
৩০ এপ্রিল ২০২৫ ২১:২২
দুই দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার উদ্যোগে- কেন্দ্র ঘোষিত কর্মসূচি- গণসংযোগ পক্ষ-২০২৫ পালিত হয়েছে।
রাজশাহীর মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় এ দাওয়াতি অভিযান পরিচালনা করা হয়।
"দ্বীন কায়েমের শপথ নিন- জামায়াতে ইসলামীতে যোগ দিন" এই স্লোগান সামনে নিয়ে ২দিন ব্যাপী চলমান দাওয়াতী অভিযানে চাকুরীজীবী, ব্যবসায়ী, অটোচালক, রিক্সাওয়ালা দিনমজুর সহ বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক লোক সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
রাজপাড়া থানা নায়েবে আমির ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আজমল হক খান এর সভাপতিত্বে দাওয়াতি অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আমির ডঃ মওলানা কেরামত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মহবুবুল আহসান বুলবুল, মহানগর সহকারী সেক্রেটারি অধ্যাক্ষ শাহাদাত হোসাইন, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান সোহেল।
এছাড়াও লক্ষ্মীপুর মোড়ে ২দিন ব্যাপী সকাল ৯টা হতে রাত্রি ১০টা পর্যন্ত চলমান দাওয়াতি অভিযানে অংশ নেন- জামায়াতে ইসলামী রাজপাড়া থানা আমির অধ্যাপক নুরুল ইসলাম মনি, সেক্রেটারি মাহবুবুর রহমান, সাংগঠনিক সেক্রেটারি বাবর আলী লিটন, সমাজকল্যাণ-প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ মেসবাহউল আলম, সহকারী সেক্রেটারি শরীফ আল মাহমুদ, যুব সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহিল কাফি, ডক্টর মোঃ আব্দুল লতিফ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ৩নং ওয়ার্ড আমির মোঃ মনিরুজ্জামান, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ গুলজার হোসেন, ৫নং ওয়ার্ড আমির মোঃ আবু আব্বাস, ৬নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরে আলম, ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানিক-১ ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার মখলেসুর রহমান, প্রতিষ্ঠানিক-২ ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল্লাহিল কাফি, ৩নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ রোকনুজ্জামান রুবেল, ৫নং ওয়ার্ড সেক্রেটারি মাহাফুজুর রহমান টিটু, ৬নং ওয়ার্ড সমাজ সেবক জাকির রহমান সঞ্জু, ৮নং ওয়ার্ড সমাজ সেবক মোঃ মোস্তফা খান বাবু প্রমুখ।
দাওয়াতি অভিযানে- লক্ষ্মীপুর মোড়ে একটি অস্থায়ী সেবা কেন্দ্রের মাধ্যমে পথচারীদের বোতলজাত খাবার পানি, খাবার স্যালাইন, জামায়াতে ইসলামীর পরিচিতি ও দাওয়াতি বই বিতরণ করা হয়। জামায়াতে ইসলামী সম্পর্কে জানার জন্য বুক স্টল হতে- উৎসুক জনতা পাঁচ শতাধিক বই ক্রয় করেছেন।