27097

05/01/2025 অন্তর্বর্তী সরকারের দেওয়া নির্বাচনের সময়সীমা সমর্থন করে এনসিপি

অন্তর্বর্তী সরকারের দেওয়া নির্বাচনের সময়সীমা সমর্থন করে এনসিপি

রাজ টাইমস ডেস্ক

৩০ এপ্রিল ২০২৫ ২৩:৩৩

অন্তর্বর্তী সরকারের দেওয়া নির্বাচনের সময় সীমা প্রাথমিকভাবে সমর্থন করে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, তবে তার আগে দলটি চায় আওয়ামী লীগের বিচার, জুলাই সনদের ঘোষণা, পাশাপাশি জাতীয় নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৩০ এপ্রিল) এনসিপির অস্থায়ী কার্যালয়ে গণসংহতি আন্দোলনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী লীগের বিচার ও মৌলিক সংস্কারের সাথে একমত হলে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সাথে রাজনৈতিক ঐক্য হতে পারে, তবে ভোটের মাঠে ঐক্যের বিষয়ে এখনো ভাবছে না এনসিপি।

এদিকে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার ও সংস্কার প্রক্রিয়া দৃশ্যমান চায় তার দল। রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন না চাইলেও এই প্রক্রিয়ায় জনগণের অনুমোদন চায় গণসংহতি আন্দোলন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]