27116

05/02/2025 রাবি রেজিস্ট্রারের বাসায় মধ্যরাতে বোমা হামলা

রাবি রেজিস্ট্রারের বাসায় মধ্যরাতে বোমা হামলা

রাবি প্রতিনিধি

১ মে ২০২৫ ২২:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের নিজ বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকার বাসাটিতে দুর্বৃত্তরা কয়েকটি কয়েকটি হাত বোমা নিক্ষেপ করে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, রাতে ঐ ঘটনার পরপরই স্যার আমাকে কল দিয়েছিলেন আমি উনাকে বাসা থেকে বের হতে না করেছিলাম। পরে পুলিশ আসলে তারা বের। তার বাসায় অসুস্থ বাবা, ছোট ছোট বাচ্চা ছিল। তারা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পরে। তবে তারা সবাই সুস্থ আছে। তার নিরাপত্তার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে। আর আমরা কোনো ক্লু পেলে তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিতে পারবো।

আজ বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বেলা ১১ টায় রাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এসময় বক্তারা অনতিবিলম্বে এ ঘটনার দোষীদের শাস্তির আওতায় এনে বিচারের দাবি জানান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]