27130

05/03/2025 পাকিস্তান সফরের আগে আমিরাতের বিপক্ষে টি-২০ খেলবে বাংলাদেশ

পাকিস্তান সফরের আগে আমিরাতের বিপক্ষে টি-২০ খেলবে বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক

২ মে ২০২৫ ১৭:৩৫

পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ২৫ মে শুরু হবে ওই সিরিজ। তার আগে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ।

এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার এই ঘোষণা দিয়ে দুই ম্যাচের সিরিজের সূচি ঘোষণা করেছে। শারজাহতে ১৭ ও ১৯ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচ দুটো শুরু হবে।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় টি-২০ সিরিজ। এর আগে ২০২২ সালে একটি সিরিজ খেলেছিল দুই দল। এমিরেটস বোর্ডের অপারেটিং অফিসার শুবহান আহমেদ বলেন, ‘আমরা বাংলাদেশ দলকে স্বাগত জানানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।’

তিনি বলেন, ‘ইসিবি সবসময় আরব আমিরাত জাতীয় দলকে ভালো দলের বিপক্ষে সিরিজ খেলাতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা গত তিন বছরে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন করেছি। এই সময়ে বাংলাদেশের বিপক্ষে আমাদের দ্বিতীয় টি-২০ সিরিজ।’

সেপ্টেম্বরের এশিয়া কাপে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাতে। ওই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজকে আদর্শ প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছেন ইসিবির কর্মকর্তা শুবহাম। আরব আমিরাতের বিপক্ষে সিরিজকে ‘ভালো খবর’ বলে একটি সংবাদ মাধ্যমকে উল্লেখ করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘এশিয়া কাপের আগে আমাদের ঠাসা সূচির মধ্যে এই সিরিজ দলকে ভালো প্রস্তুতির সুযোগ করে দেবে। এই সিরিজ দিয়ে বিসিবি ও ইসিবির মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এবং ভক্তদের আনন্দ দেবে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]