27136

05/04/2025 সৌদি আরবকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

রাজ টাইমস ডেস্ক

৩ মে ২০২৫ ১৪:৫৯

সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার (২ মে) এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে নিউ ইর্য়ক ভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স ও প্যারিসভিত্তিক সংবাদমাধ্যম এএফপি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে সংবাদমাধ্যম দুটির প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি পররাষ্ট্র দপ্তর দেশটির কংগ্রেসকে জানিয়েছে।

এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার ১ হাজার ‘এআইএম–১২০’ ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোনো আকাশযান থেকে (এয়ার টু এয়ার) এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়।

এছাড়া এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহী ট্রাম্প প্রশাসন।

এ লক্ষ্যে আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প।

তবে তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্যচুক্তি করার কথা আগে থেকেই বলে আসছিলেন ট্রাম্প।

নিউইর্য়কভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো ও কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে রিয়াদ। সৌদি আরবের এই কূটনৈতিক ভূমিকার প্রশংসাও করেছে যুক্তরাষ্ট্র।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]