27156

05/05/2025 জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

রাজ টাইমস ডেস্ক

৪ মে ২০২৫ ১৮:১০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান তিনি।

অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ২১ এপ্রিল তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

২০১৩ সালে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে বিচারের সময় তাদের আইনজীবী ছিলেন রাজ্জাক।

২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছাড়ার আগে তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন।

লন্ডনে থাকা অবস্থায় ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগ করেন। ওই সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগ এবং জামায়াতে ইসলামীতে সংস্কারের পক্ষে তার খোলামেলা বিবৃতি দলটির বিভিন্ন স্তরে বেশ নাড়া দিয়েছিল।

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে গত বছরের ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]