27160

12/23/2025 ভারত থেকে অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশি নাগরিক আটক

ভারত থেকে অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশি নাগরিক আটক

রাজ টাইমস ডেস্ক

৪ মে ২০২৫ ১৮:২৯

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৪ মে) লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি।

এতে বলা হয়, শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে বাংলাদেশের দুই কিলোমিটার অভ্যন্তরে মেহেরপুর জেলার ভবেরপাড়া বাজার এলাকায় তাদের আটক করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ মুজিবনগর বিওপির টহল দল।

আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ১ শিশু রয়েছে।

এ ব্যাপারে হাবিলদার মো. বাবুল হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করে আটক বাংলাদেশি নাগরিক মুজিবনগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]