27179

05/05/2025 রাজশাহীতে লাইনচ্যুতের পর ঢাকার পথে বনলতা এক্সপ্রেস

রাজশাহীতে লাইনচ্যুতের পর ঢাকার পথে বনলতা এক্সপ্রেস

রাজটাইমস ডেস্ক

৫ মে ২০২৫ ১৩:০৫

রেলওয়ে স্টেশনে একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বিলম্বের পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটের বিরতিহীন বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি রাজশাহী থেকে যাত্রা শুরু করে।

এর আগে সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে বনলতা এক্সপ্রেস। পরে ৭টার দিকে রাজশাহী রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ‘ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মে ঢোকার সময় হঠাৎ করেই বিকট শব্দ হয়। পরে দেখা যায় বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে বগিটি। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।’

রেল কর্মীরা জ্যাক ব্যবহার করে লাইনচ্যুত বগিটি উদ্ধার করেন। পরে সকাল ১০টা ১৫ মিনিটে ট্রেনটি প্ল্যাটফর্মে তোলা হয় এবং সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]