27186

05/07/2025 রুয়েটের গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন নাম পরিবর্তন

রুয়েটের গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন নাম পরিবর্তন

রুয়েট প্রতিনিধি

৫ মে ২০২৫ ২৩:১৮

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকেই এই বিভাগের নতুন নাম সিরামিক এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং।

আজ সোমবার (৫ মে) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, "এ বিশ্ববিদ্যালয়ের গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করে Ceramic & Metallurgical Engineering (CME) করা হলো।

গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ (২০২৪ সিরিজ) এর শিক্ষার্থীদের থেকে তৎপরবর্তী সিরিজের জন্য ইহা কার্যকর হবে। গত ০৫/০১/২০১৫ খ্রি. অনুষ্ঠিত সিন্ডিকেট এর ১০৭তম সভায় গৃহীত সিদ্ধান্ত নং- ০৪(ক) মোতাবেক এ অফিস আদেশ জারি করা হলো।"

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]