27200

05/07/2025 পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

রাজটাইমস ডেস্ক

৬ মে ২০২৫ ২২:৪০

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কোনো সহায়তা চাননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “আসলে ঘটনাটি (ভারত-পাকিস্তান উত্তেজনা) কী ঘটেছে, তার প্রেক্ষিতে পাকিস্তান কী পদক্ষেপ নিয়েছে, সেটি আমাকে অবহিত করার জন্যই তিনি ফোন করেছিলেন। আমার কাছ থেকে কোনো সহায়তা চাননি।”

তৌহিদ হোসেন বলেন, “আমি তাকে বলেছি, আমরা চাই পরিস্থিতি শান্ত থাকুক, উত্তেজনা যেন না বাড়ে। যে কোনো সমস্যার সমাধান হোক আলাপ-আলোচনার মাধ্যমে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দিল্লির কাছে এই বার্তা পৌঁছাবে কি না, সেটা নির্ভর করছে ভারতের উপর। তিনি বলেন, “যদি দিল্লি আমার কাছে জানতে চায়, তাহলে আমি একই কথা বলবো। তবে আগ বাড়িয়ে কিছু বলবো না।”

দিল্লির সঙ্গে সাম্প্রতিক সময়ে কোনো অগ্রগতি আছে কি না— এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বলার মতো কিছু নেই।”

উল্লেখ্য, সোমবার (৫ মে) রাতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে টেলিফোন করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]