27209

05/09/2025 জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্কুল-কলেজ বন্ধ, সীমান্তে উত্তেজনা তীব্রতর

জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্কুল-কলেজ বন্ধ, সীমান্তে উত্তেজনা তীব্রতর

রাজ টাইমস ডেস্ক

৭ মে ২০২৫ ০৯:৫২

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাটুয়া, রাজৌরি ও পুঞ্চ জেলায় আজ বুধবার সমস্ত স্কুল, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

সীমান্তে চলমান গোলাবর্ষণ ও উত্তেজনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সকালে ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তান ভিম্বার গলি এলাকায় ভারী আর্টিলারি হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ সেক্টর।

স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, তারা বিভিন্ন স্থানে তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আতঙ্কিত হয়ে পড়েছেন। সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষজন নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন।

এদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার পর পুরো উপত্যকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সীমান্তের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলো।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]