27227

05/09/2025 ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত বেড়ে ৬

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত বেড়ে ৬

রাজ টাইমস ডেস্ক

৮ মে ২০২৫ ১৫:১৪

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশি এলাকায় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালের এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যে ছয়জন নিহত হয়েছেন, তাদের পাঁচজনই নারী পর্যটক। তাদের মধ্যে তিনজন মুম্বাইয়ের, একজন উত্তর প্রদেশের ও অন্যজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। হেলিকপ্টারটির গুজরাটি পাইলট রবিন সিংও (৬০) নিহত হয়েছেন।

হেলিকপ্টারটির আহত যাত্রী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হেলিকপ্টরাটি দেরাদুন থেকে যাত্রীদের নিয়ে হার্সিল হেলিপ্যাডে যাওয়ার পথে উত্তরকাশির কাছে দুর্ঘটনায় পড়ে। ওই পর্যটকদের হার্সিল থেকে সড়কপথে প্রায় ৩০ কিলোমিটার দূরে গাংনানীতে যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় রাজ্যটির দুর্যোগ মোকাবেলা বাহিনী। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গভীর শোক প্রকাশ করেছেন। ঘটনা তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]