05/10/2025 ৩৬ স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলার কথা স্বীকার করল ভারত
রাজ টাইমস ডেস্ক
১০ মে ২০২৫ ১৪:১২
ভারতের ৩৬ স্থানে পাকিস্তানের ৪০০টি ড্রোন হামলার কথা স্বীকার করেছে ভারত।
শনিবার (১০ মে) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি জানায় যে পাকিস্তান সিয়াচেন থেকে স্যার ক্রিক পর্যন্ত ৩৬টি স্থানে প্রায় ৪০০টি ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায়। এই হামলা ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দেয়।
সরকারের প্রাথমিক তদন্তে জানা যায়, পাকিস্তান তুরস্ক নির্মিত সশস্ত্র ‘সোঙ্গার’ ড্রোন পাঠিয়েছিল। এর জবাবে ভারত পাকিস্তানের চারটি বিমান প্রতিরক্ষা স্থাপনায় সশস্ত্র ড্রোন হামলা চালায়।
কর্নেল সোফিয়া কুরেশি ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি এক সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানি ড্রোনগুলোর একটি ভারতীয় একটি বিমান প্রতিরক্ষা রাডার ধ্বংস করতে সক্ষম হয়।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস