27283

05/12/2025 ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচজন নিহত

রাজ টাইমস ডেস্ক

১১ মে ২০২৫ ২১:১৪

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (১১ মে) বিকেলে জেলার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক, নাসিরনগরের গোকর্ণ গ্রামের শামসুল হুদা, ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম, আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিম মিয়া এবং বনগজ গ্রামের জামির খাঁ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নাসিরনগরের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রপাত হলে আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান। একই উপজেলার গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে নিহত হন কৃষক শামসুল হুদা।

ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে শিশুদের সঙ্গে খেলার সময় হঠাৎ বজ্রপাত হলে জাকিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, আখাউড়া উপজেলার বনগজ গ্রামে ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন জামির খাঁ। আর রুটি গ্রামে নিজ ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন সেলিম মিয়া।

আখাউড়া ও নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]