27285

05/12/2025 ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ইবি প্রতিনিধি:

১১ মে ২০২৫ ২৩:২৬

ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি ) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ১০৪.২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন মো. রাকিবুল হাসান।

রোববার (১১ মে) রাত পৌনে নয়টার দিকে ধর্মতত্ত্ব অনুষদের ডিন কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র কাছে ফলাফল হস্তান্তর করেন ডি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান-সহ ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষকবৃন্দ।

ডি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, ‘এবারের ডি ইউনিটে ২ হাজার ২৪ জন অংশগ্রহণকারী ভর্তিচ্ছুর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ২৮৭ জন। মোট পরীক্ষার্থীর ৭০ দশমিক ৪০ শতাংশ। এতে ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। কোনো ধরনের অভিযোগ আসেনি।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো হেল্প ডেস্কের মাধ্যমে যেভাবে পরিক্ষার্থীদের সেবা দিয়েছে, আমাদের দ্বারা হয়তো সেটা সম্ভব হতো না। বিশেষ করে অবিভাবকদের সেবা দিয়েছে তারা এবং ক্যাম্পাসের বাইরে নিজেদের প্রচারণা চালিয়েছে।

এসময় তিনি সকল ছাত্র সংগঠন, নিরাপত্তা কমিটি, রোভার ও বিএনসিসির প্রতি কৃতজ্ঞতা জানান।’

উল্লেখ্য, ধর্মতত্ত্ব অনুষদের অধীনস্থ তিনটি বিভাগ—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ—এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ মিলিয়ে মোট চারটি বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল ও পরবর্তী ভর্তি প্রক্রিয়ার ধাপসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে জানা যাবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]