27301

05/13/2025 এন‌বিআর বিলুপ্ত করে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জা‌রি

এন‌বিআর বিলুপ্ত করে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জা‌রি

রাজ টাইমস ডেস্ক

১৩ মে ২০২৫ ১২:০৬

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। পরিবর্তে দেশের রাজস্ব সংক্রান্ত বিষয়গুলো দেখভালের জন্য রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে নতুন দুটি বিভাগ গঠিত হয়েছে।

সোমবার (১২ মে) মধ্যরাতে এক অধ্যাদেশ জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বহুল আলোচিত এই ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করা হয়েছে।

সোমবার রাতের এই অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের কাজের পরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডারসহ আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়েছে, কর আইন বাস্তবায়ন ও কর আদায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে রাজস্ব নীতি বিভাগ। অন্যদিকে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ মূলত রাজস্ব আদায়ের কাজ পরিচালনা করবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]