27328

05/16/2025 রুয়েটে টেন্ডার কার্যক্রম ঘিরে অপপ্রচার

রুয়েটে টেন্ডার কার্যক্রম ঘিরে অপপ্রচার

রুয়েট প্রতিনিধি:

১৫ মে ২০২৫ ১৩:১১

রুয়েটে স্ক্র্যাপ টেন্ডার কার্যক্রম ঘিরে বহিরাগতদের অযাচিত আচরণ এবং কিছু অনলাইন মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বুধবার (১৪ মে) রুয়েট ক্যাম্পাসে নির্ধারিত স্ক্র্যাপ টেন্ডার ড্রপ ও ওপেন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছিল সতর্ক এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও সোয়াট বাহিনী মোতায়েন করা হয়।

কিন্তু ক্যাম্পাসের বাইরে কিছু স্থানীয় ব্যক্তি সাময়িক উত্তেজনা সৃষ্টি করে এবং রুয়েট সংলগ্ন সড়কে অল্প সময়ের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রশাসনের সক্রিয়তায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।

এ ঘটনার পর “দৈনিক শিক্ষা”সহ কিছু অনলাইন পোর্টালে “নিয়োগ বাতিল দাবিতে তালা, মহাসড়ক অবরোধ” শিরোনামে বিভ্রান্তিকর ও বিতর্কিত সংবাদ প্রকাশিত হয়। রুয়েট প্রশাসন এসব সংবাদের তীব্র প্রতিবাদ জানায়।

এ প্রসঙ্গে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, "দৈনিক শিক্ষা পোর্টালে প্রকাশিত সংবাদে বলা হয়েছে নিয়োগ বাতিলের দাবীতে শিক্ষার্থীরা গেটে তালা দিয়েছে। অথচ একটি নিলাম টেন্ডার প্রক্রিয়ায় অবৈধ প্রভাব বিস্তারের জন্য কিছু বহিরাগত লোক রুয়েটে প্রবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাঁদেরকে নিবৃত্ত করা হয়।"

অভিযোগ প্রসঙ্গে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার বলেন,"আজ স্ক্রাপ এর টেন্ডার ড্রপ ও ওপেন ছিলো, কিছু ব্যক্তি বিষয়টা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দল বেধে আসে, আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয়দের রুয়েট গেটে আটকে দেওয়ার ফলে তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে, রুয়েট কতৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিবে।"

তিনি আরো বলেন, "নিয়োগের বিষয়টি পুরোপুরি মিথ্যা, এটা করে তারা টেন্ডারের ফায়দা হাসিল করতে চেয়েছে।তারা মিথ্যার আশ্রয় নিয়ে প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছে।"

রুয়েট প্রশাসন সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]