27368

05/18/2025 ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণের সভাপতি মেহেদী, সম্পাদক ফেরদৌস

ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণের সভাপতি মেহেদী, সম্পাদক ফেরদৌস

ইবি প্রতিনিধি:

১৭ মে ২০২৫ ২৩:০১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে বায়োমেডিকেল ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে ট্যাুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: ফেরদৌস হোসেনকে মনোনীত করা হয়েছে।

এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহনাজ আফরিন মেঘ।

শনিবার (১৬ মে) সংগঠনটির উপদেষ্টা মণ্ডলী এবং সদ্য বিদায়ী সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সদ্য মনোনীত সভাপতি মেহেদি হাসান বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, তাদের সমস্যার সময় পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানই আমাদের মূল লক্ষ্য। একজন সভাপতি হিসেবে আমি প্রতিটি সদস্যের প্রতি দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা সম্মিলিতভাবে একটি ইতিবাচক, সহানুভূতিশীল ও উদ্দীপনাময় পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

সদ্য মনোনীত সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন বলেন, উপদেষ্টা স্যারগণ ও বড় ভাইদের প্রতি কৃতজ্ঞতা যে নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির মতো এত বড় প্ল্যাটফর্মে আমাকে যোগ্য হিসেবে আপনাদের মনে হয়েছে।

আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব নাটোর জেলা সকল ছাত্র-ছাত্রীদের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করার এবং নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি ছাত্র-ছাত্রীদের পাশে সব সময় থাকবে, ছোট ভাই ও বোনদের পতি সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি, যেন নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি আরো একধাপ এগিয়ে নিতে সক্ষম হই।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]