27371

05/18/2025 গাজায় ৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

গাজায় ৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

রাজ টাইমস ডেস্ক

১৮ মে ২০২৫ ০৯:৩১

গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে। বিষয়টি জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

শনিবার (১৭ মে) দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, উত্তর গাজা গভর্নরেটে গত দুই দিনে ইসরায়েলি হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন, যা তাদের মতে গণহত্যার অংশ। বার্তাসংস্থা আনাদোলু রোববার (১৮ মে) এই তথ্য জানিয়েছে।

মিডিয়া অফিস আরও উল্লেখ করেছে, ইসরায়েলি সেনারা ওই এলাকায় এক হাজারের বেশি বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে। একইসঙ্গে, তিন লক্ষাধিক বাসিন্দাকে গাজা শহরে যেতে বাধ্য করা হয়েছে, যেখানে তাদের আশ্রয়ের জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই।

বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দিচ্ছে, যার ফলে প্রায় ১৪০ জনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে তারা উল্লেখ করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]