27380

05/19/2025 “বটবাহিনীই ছাত্রদলের মেয়ে কর্মীদের পতিতা” বলে

“বটবাহিনীই ছাত্রদলের মেয়ে কর্মীদের পতিতা” বলে

ইবি প্রতিনিধি:

১৮ মে ২০২৫ ১৮:০৩

ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি ) ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, বটবাহিনী বলছে ছাত্রদলের রাজনীতি করা মেয়েরা দৌলতীয়া ঘাটের পতিতা কর্মী। এই কথা গুলো যারা বলছে তাদেরকে প্রশাসনের খুজে বের করতে হবে। যারা বাংলাদেশকে ধারণ করেনা তারা এইগুলো রটাচ্ছে।

সোমবার (১৮মে) দুপুরে ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশ হয়।

শাহেদ আহম্মেদ বলেন, “একজন মানুষ রাজনীতি করলে সে যৌনকর্মী হয়ে যাবে? তাহলে আপনাদের মেয়েরা গোপনে কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তারা কী? আমার বোনরা যদি যৌনকর্মী হয় তাহলে আপনারা যারা গোপনে গোপনে খেলে বেড়ান আপনারা কী? আমি বলছি না যে আপনারা যৌনকর্মী। আমরা সেটা বলতেও চাই না। একজন মানুষের রাজনৈতিক স্বাধীনতা,শিষ্টাচার থাকতে হবে। যারা এমন ধরণের কথা বলছে আমার ধারণা তাদের পিতৃপরিচয় ঠিক নেই। ঠিক থাকলে তারা ছাত্রদল হোক আর সাধারণ নারী হোক একটা মানুষকে নিয়ে একথা বলতে পারে না। যারা অনন্ত বাংলাদেশ এবং ইসলামকে ভালোবাসে তারা হুটহাট কারো নামে ব্লেইম করতে পারে না।

তিনি আরও বলেন, আমাদের ভাই যে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিল, তাকে সোহরাওয়ার্দী উদ্যানে হত্যা করেছে একটি দুর্বৃত্ত চক্র তদন্তের গাফিলতির কারণে তার হত্যাকারীদের বিচার হয়নি। আমরা ইন্টেরিম গভর্নমেন্টের কাছে দ্রুত বিচাররের দাবি জানাই।আমরা চাই দলমত নির্বিশেষে সবাই নির্বিঘ্নে চলাফেলা করুক, নিরাপত্তা নিশ্চিত করা হোক।

এসময়,শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার পারভেজের, যুগ্ন আহবায়ক রুকনউদ্দীন, আনোয়ারুল ইসলাম, আহসান হাবীবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]