27426

05/23/2025 ধামইরহাটে কমিউনিটি ক্লিনিকের পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত

ধামইরহাটে কমিউনিটি ক্লিনিকের পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২২ মে ২০২৫ ১৬:৪১

নওগাঁর ধামইরহাটে কমিউনিটি ক্লিনিক এর জন্য অংশগ্রহণ মূলক কর্ম পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে ধামইরহাট সিভিএ ওর্য়াকিং কমিটি এর পরিচালনায় উপজেলা ৮ টি ইউনিয়নে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে সেবাগ্রহীতা, শিশু ও যুবক, সাংবাদিকবৃন্দ,স্থানিয় সরকার ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ প্রনয়ন সভায় মতামত পোষণ করেন।

সভায় কমিউনিটি ক্লিনিক গুলোর চলমান সমস্যা, সেবার মান উন্নয়ন এবং করণীয় নিয়ে নানাবিধ পরিকল্পনা প্রনয়ন করা হয়। উপজেলার ২১ কমিউনিটি ক্লিনিকের মধ্যে ঝুকিপূর্ণ এবং সংস্কারযোগ্য ক্লিনিক চিহ্নিত করনের পাশাপাশি সংকট সমাধানের জন্য উন্মুক্ত আলোচনায় করণীয় নির্ধারন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপি শাখার সহযোগিতায় প্রণয়ন সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড ভিশন ধামইরহাট এপি'র এরিয়া ম্যানেজার ম্যানুয়েল হাসদা, ডা.মাহফুজুর রহমান (মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), মো.আব্দুর রাজ্জাক(স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), আল হিল মাহমুদ চৌধুরী (চেয়ারম্যান খেলনা ইউনিয়ন) নাথন চৌকিদার ( সিনিয়র প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি), সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, মাসুদ সরকার, আবু মুসা স্বপন,মুমিনুল ইসলাম, রিফাতুল হাসান সৈকত প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]