27430

05/23/2025 আদালতে মমতাজের ওপর ডিম নিক্ষেপ

আদালতে মমতাজের ওপর ডিম নিক্ষেপ

রাজ টাইমস ডেস্ক

২২ মে ২০২৫ ১৭:৩১

মানিকগঞ্জ আদালতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ আদালত থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

হত্যাসহ দুটি মামলায় সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে মমতাজকে মানিকগঞ্জ আদালতে আনা হয়। এ খবরে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে মমতাজের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় উত্তপ্ত হয়ে উঠে আদালতপাড়া।

এদিকে সিংগাইরে হত্যা ও হরিরামপুরে ভাঙচুর ও মারধরের ঘটনায় পৃথক দুটি মামলায় মমতাজ বেগমকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]