27447

05/24/2025 যাত্রাবাড়ীর শহীদ জিয়া পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৫

যাত্রাবাড়ীর শহীদ জিয়া পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৫

রাজ টাইমস ডেস্ক

২৪ মে ২০২৫ ১০:৫১

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে শহীদ জিয়া পার্কের ভেতরে পশ্চিম পাশের ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা–সংলগ্ন শহীদ জিয়া পার্কের ভেতরে পশ্চিম পাশের ফটক–সংলগ্ন স্থানে ফ্লাইওভারের মাওয়াগামী লেনের ওপর থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়। ককটেলটি একটি জর্দার ডিব্বায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল।

পুলিশ জানায়, ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পার্কের ভেতরে নার্সারির কর্মচারী জুয়েল (৪০) ও সোহানসহ (২৪) কয়েকজন আহত হন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

জুয়েলের আত্মীয় শাকিল বেপারী জানান, গত ১৫ মে থেকে যাত্রাবাড়ী এলাকায় বৃক্ষ মেলা চলছে। সেই মেলায় তারা অংশগ্রহণ করেছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে হঠাৎ একটি ককটেল এসে জুয়েলের সামনে পড়ে বিস্ফোরিত হয়। হানিফ ফ্লাইওভার ওপর থেকে কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার এই তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]