27448

05/24/2025 আজ বিক্রি হচ্ছে ট্রেনের ৩ জুনের টিকিট

আজ বিক্রি হচ্ছে ট্রেনের ৩ জুনের টিকিট

রাজ টাইমস ডেস্ক

২৪ মে ২০২৫ ১০:৫৫

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এবারও আগাম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ৭ জুনকে ঈদের দিন ধরে এই টিকিট বিক্রি হচ্ছে। সে হিসেবে আজ শনিবার (২৪ মে) বিক্রি হচ্ছে ঈদযাত্রায় চতুর্থ দিন ৩ জুনের টিকিট।

শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি হবে।

এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসন বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে, ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]