05/29/2025 বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
রাজ টাইমস ডেস্ক
২৬ মে ২০২৫ ০৮:৫৯
রাজধানীতে কামরুল আহসান সাধন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
রবিবার রাত ৯টার দিকে মধ্য বাড্ডার গুদারাঘাট ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত কামরুল আহসান গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রাতে মধ্য বাড্ডার কামরুল আহসান সাধনকে গুলি করে দুর্বৃত্তরা। পরে লোকজন তাকে উদ্ধার করে হৃদরোগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় গুদারাঘাট এলাকায় চেয়ারে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন কামরুল আহসান। ওই সময় দুজন তাকে গুলি করে পালিয়ে যায়।
নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, কে বা কারা, কেন তাকে হত্যা করেছে— তা বুঝতে পারছে না পরিবার।