27472

07/19/2025 পিএসএলে শিরোপা জিতল রিশাদের লাহোর

পিএসএলে শিরোপা জিতল রিশাদের লাহোর

রাজ টাইমস ডেস্ক

২৬ মে ২০২৫ ০৯:০২

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স।

রবিবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ৬ উইকেটের দাপুটে জয় পায় লাহোর।

লাহোরের হয়ে শিরোপার স্বাদ পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। যদিও ফাইনালে খেলার সুযোগ পান শুধু রিশাদ।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তবে শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। ইনিংসের শুরুতেই হারিয়ে বসে গুরুত্বপূর্ণ দুটি উইকেট। পরে হাসান নাওয়াজের দুর্দান্ত হাফ-সেঞ্চুরি এবং ফাহিম আশরাফের ঝড়ো ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় কোয়েটা।

হাসান নাওয়াজ ৪৩ বলে ৭৬ রান করেন ৮টি চার ও ৪টি ছক্কার সহায়তায়। শেষদিকে ফাহিম আশরাফ মাত্র ৮ বলে করেন ২৮ রান। লাহোরের হয়ে শাহিন আফ্রিদি নেন ৩টি উইকেট। সালমান মির্জা ও হারিস রউফের শিকার দুটি করে উইকেট। রিশাদ হোসেন ও সিকান্দার রাজা নেন একটি করে উইকেট।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]