27490

05/29/2025 ধামইরহাটে বিএনপির কমিটি গঠন

ধামইরহাটে বিএনপির কমিটি গঠন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২৭ মে ২০২৫ ২২:০৪

নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন বিএনপির দুই বছর মেয়াদের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কেএম লায়েক আলী এ কমিটি ঘোষনা করেন।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এক সময়ের তুখোড় বার বার কারা নির্যাতিত যুবনেতা মো. শামীম কবির মিল্টন। সাধারণ সম্পাদক পদে মো. সহোরাব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু জাফর ভোদো নির্বাচিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ওই ইউনিয়ন বিএনপির নির্বাচনের পর্যবেক্ষক মো.এমদাদুল হক মুকুল, পৌর বিএনপির সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আখরাজুল ইসলাম চৌধুরী, মনোয়ার কায়সার বুলবুল, সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ, বিএনপি নেতা আলহাজ্ব মো. হানজালা প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]