27601

01/24/2026 করোনার সংক্রমণ বাড়ছে, ২৪ ঘণ্টায় ১৩ শনাক্ত

করোনার সংক্রমণ বাড়ছে, ২৪ ঘণ্টায় ১৩ শনাক্ত

রাজ টাইমস ডেস্ক

১০ জুন ২০২৫ ২০:৪৮

প্রতিবেশী ভারতসহ কয়েকটি দেশে করোনার নতুন ভ্যারিয়ান্ট শনাক্ত হওয়ায় সরকার সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। দেশে ভাইরাসটির নতুন ভ্যারিয়ান্টের উপস্থিতি না ঘটলেও বেড়েছে শনাক্তের হার।

বিগত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে মৃত্যু না হলেও ১৩ জনের শরীরে সংক্রমণ শনাক্ত করা হয়েছে, যা গতকালের চেয়ে প্রায় দ্বিগুনের বেশি।

সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব সংক্রমণ হয়েছে বলে মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে সোমবার ৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ নিয়ে দেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জনে। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ১২ দশমিক ৮৭ শতাংশ। মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।

এ নিয়ে করোনায় সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জনে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]