27700

01/24/2026 অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ

রাজ টাইমস ডেস্ক

২১ জুন ২০২৫ ১৭:২২

আবাসনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ।

শনিবার (২১ জুন) দুপুরের দিকে এই ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (২২ জুন) থেকে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্রছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এছাড়া রোববার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এ নির্দেশের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]