27814

01/24/2026 অনেকেই আসে দেখা করতে, খালি আমার মনিই আসে না’- শহীদ সাব্বিরের মা

অনেকেই আসে দেখা করতে, খালি আমার মনিই আসে না’- শহীদ সাব্বিরের মা

ইবি প্রতিনিধি:

২ জুলাই ২০২৫ ২২:৩২

জুলাই শহীদ সাব্বিরের মা অশ্রুসিক্ত নয়নে বলেন; "অনেকেই আসে দেখা করতে, খালি আমার মনিই আসে না"

বুধবার (২ জুলাই) বৈষম‍্য বিরোধী ছাত্রআন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতৃবৃন্দরা কবর জিয়ারত করেন। এসময় তারা শহীদ পরিবারের সাথে কথা বলেন। তাদের খোজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। 

সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে শহীদ জননী রাশিদা খাতুন বলেন,১৮ জুলাই উত্তরায় ছাত্র-জনতার অভ্যুত্থানে মার যান। তার মা বলেন, 'সেদিন দুপুরে আমার এমনি এমনি কান্না আসতিছিলো। আমি তো জানতিছিলাম না আমার মনি ওই সময় দুনিয়া থেকে চলে যাসসে। পরে বিকালের দিকে একজন আসে আমাক কইলো সাব্বিরের মা, তোমার সাব্বির তো পুলিশের গুলিত মারা গেছে।'

এসময় উপস্থিত ছিলেন সমন্বয়ক এস এম সুইট,সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভ,তানভীর মাহমুদ মন্ডলসহ,গোলাম রব্বানী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সহ সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভ বলেন, শহীদ সাব্বির এর মায়ের কথা শুনতে শুনতে আমার মায়ের একটা কথা মনে পড়েছিল। তাকে বলেছিলাম দুই ভাইয়ের এক ভাই মারা গেলেও আপনাদের দেখার মত একজন থাকবে, তখন তিনি বলেছিলাম বাচ্চার বাপ তো এখনো হইস নাই তাই বুঝবি না।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]