27869

07/08/2025 রাফাল পাইলটের মৃত্যুর কথা স্বীকার দিল্লির

রাফাল পাইলটের মৃত্যুর কথা স্বীকার দিল্লির

রাজটাইমস ডেস্ক:

৭ জুলাই ২০২৫ ১৫:০১

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে বারবার হতাহতের কথা অস্বীকার করার পর, অবশেষে রাফাল যুদ্ধবিমানের পাইলটসহ বেশ কয়েকজনের মৃত্যুর কথা পরোক্ষভাবে স্বীকার করেছে ভারত। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে একথা জানায় জিও নিউজ।

ভারত সরকার গোপনে ১০০ জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। যাতে জনগণের নজর এড়িয়ে গোপনে তাদের স্মরণ করা যায়। অভ্যন্তরীণ চাপের মুখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

যাদের মরণোত্তর সম্মাননা দেওয়া হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ভারতীয় বিমান বাহিনীর চারজন পাইলট। এদের মধ্যে তিনজন রাফাল জেট বিমান চালিয়েছিলেন। তালিকায় আদমপুর বিমানঘাঁটিতে নিহত এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পাঁচজন অপারেটরও রয়েছেন।

আরেকটি বিমান ঘাঁটিতে প্রাণ হারানো আরো নয়জন কর্মীকেও সম্মাননা দেওয়া হবে।

নিরাপত্তা সূত্রগুলোর দাবি, নিহতদের পরিবারকে সামাজিক মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ছবি প্রকাশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কারণ ভারতীয় কর্তৃপক্ষ যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতি জনসাধারণের কাছ থেকে আড়াল করার চেষ্টা করছে।
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের ২৫০ সেনা নিহতপাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের ২৫০ সেনা নিহত

এরআগে, গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিগুলোতে বড় ধরণের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কথা অস্বীকার করেছে ভারত।

এদিকে রোববার পাকিস্তানি গণমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে জানায় কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। অপারেশন সিন্দুর চলাকালে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ২৫০-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এতো সংখ্যক হতাহতের ঘটনা সত্ত্বেও, ভারতীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে অনাগ্রহ দেখাচ্ছে। ফলে অভ্যন্তরীণভাবে প্রচণ্ড চাপের মুখোমুখি হয়েছে দেশটির সামরিক বাহিনী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]